Description
চোখের সামনে পর্দা, স্বচ্ছ অতিশয় বেড়ালের দৌড় দেখি পর্দার আড়ালে তার তুলতুলে দেহে নেই কোন ভয় স্মৃতি হয়ে পড়ে থাকে কোন মায়াজালে অন্তমা ভাবেনি কভু নাটকের শেষ কোথায় হোঁচট খাবে কিছুই জানে না চিন্তার প্যাংগুইন ডিম অনিমেষ পেড়ে বুঝি ক্লান্ত আজ, কবিতায় হার সে মানে না। অকাল বরফ গুহা, আজ তাই সব কিছু অবাঞ্চিত পদচিহ্ন গেছে রেখে হিসাবের গড়মিল উদাসী অর্ণব সিদ্ধ হয় অবিরাম মন্ত্র বাণী মেখে। একদিন এই গাছে মানসের ফুল ফুটবে অজস্র বিভা, কিসে অপ্রতুল।
Reviews
There are no reviews yet.