পরাধীনতার দুঃখ
===== ধনঞ্জয় সাহা
ব্রিটিশ এলো ব্যবসা নিয়ে
পাতলো জুড়ে আসন
অত্যাচারে করলো তারা
দুশ বছর শাসন।
ঘোর পলাশীর আম বাগানে
মীর জাফর যে বেঈমান
সিরাজদৌলার মসনদ গেলো
বাংলা হলো খান খান
নিভলো বাংলার সবুজ বাতি
দেশ যে পরের হাতে
বাংলায় এলো ঘোর অন্ধকার
ঘুম নেই কারো রাতে।
শাসক সেজে করলো শোষণ
এলো বাংলায় সর্বনাশ
মসলিন তাঁতির আঙুল কেটে
বাধ্য করে নীলের চাষ।
গান্ধী ডাকল অসহযোগ
ভারত-মাটি ছেড়ে যাও
স্বর্ণফলা এদেশ আমার
এবার তুমি ফেরত দাও।
ভাইয়ে-ভাইয়ে ঝগড়া হলো
হিন্দু এবং মুসলমান
এক দেশ ভেঙে দুভাগ হলো
ভারত এবং পাকিস্তান।
দুই পাশে দুই পাকিস্তান
ভারত থাকে মাঝে
পশ্চিমারা সুযোগ পেয়ে
শাসনকর্তা সাজে
স্বাধীন দেশে নেমে এলো
আবার কালো দিন
বাঙ্গালীরা এবার হল
পশ্চিমের অধীন।